স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন আবাহনী

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৯ ডিসেম্বর, ২০২১ at ১১:২৬ পূর্বাহ্ণ

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়ে তিনদশক পর স্বাধীনতা কাপের শিরোপা ঘরে তুলেছে আবাহনী লিমিটেড। এর আগে ১৯৯০ সালে এই শিরোপা জিতেছিল আকাশী-নীল জার্সিধারীরা।
শনিবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ৩-০ গোলে জয় জয় পায় আবাহনী। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ৫৩তম মিনিটে আবাহনীকে এগিয়ে দেন রাকিব হোসেন। ৬২তম মিনিটে পেনাল্টি থেকে স্কোরলাইন ২-০ করে ফেলে আবাহনী। দারুণ কিকে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দরিয়েলতন। যদিও পেনাল্টি নিয়ে মাঠে কিংস খেলোয়াড়দের সঙ্গে রেফারির বাদানুবাদ চলে। ৭১তম মিনিটে কর্নার কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন দরিয়েলতন। স্কোরলাইন ৩-০ হয়ে যায়। বাকি সময়ে আর ব্যবধান কমাতে পারেনি বসুন্ধরা কিংস।

পূর্ববর্তী নিবন্ধপ্রেস ক্লাব সাইফ পাওয়ারটেক ক্রীড়ার দাবায় আবিদ ও রুবেল চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মেট্রোপলিটন শুটিং ক্লাবের পুরস্কার বিতরণী সম্পন্ন