স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা গৌরবজনক

প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় এম এ মোতালেব

| রবিবার , ১০ জানুয়ারি, ২০২১ at ৬:০৭ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি বলেন, প্রতিষ্ঠার আদি লগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান; সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের সাত দশকের সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ। তারা দেশের ইতিহাসকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, লড়াই করেছে প্রতিটি অশুভ শক্তির বিরুদ্ধে।
গতকাল ঢেমশা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিন। সাবেক ছাত্রলীগ নেতা এহসান উল্ল্যাহ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কোষাধ্যক্ষ সেলিম উদ্দীন, ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দীন, কালিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার মহিউদ্দিন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সোহরাব হোসেন শুভ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে করোনায় আরো এক বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু
পরবর্তী নিবন্ধবাঘাইছড়িতে দুই পক্ষের বন্দুকযুদ্ধ, আতঙ্ক