স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে : নাজিমুর রহমান

| শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৬:৪৪ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে সকলকে ধানের শীষের প্রতীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।

তিনি গত ২২ অক্টোবর উত্তর হালিশহর ২৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি সব ভেদাভেদ ভুলে, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ধানের শীষের প্রতীকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। তিনি বলেন, বর্তমান সময়ে পারস্পরিক বিভাজন ভুলে দলকে শক্তিশালী করা অপরিহার্য। প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হলো ধানের শীষের প্রতীকে আনুগত্য বজায় রাখা এবং দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে কাজ করা। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সক্রিয় ভূমিকা নেওয়া জরুরি, কারণ জনগণের কল্যাণ ও দেশের স্বার্থই আমাদের মূল লক্ষ্য। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম এবং সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ফারুক আহম্মেদ।

বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দিন, মনজুরুল আলম মঞ্জু, আলহাজ আবুল হাশেম, মহানগর মহিলা দলের সহসভাপতি জেসমিনা খানম এবং শহীদ মোহাম্মদ চৌধুরী। উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ সেলিম, ইলিয়াস চৌধুরী, কামাল পাশা নিজামী, খুরশিদ আলম, শফিউল্লাহ, সেলিম বাঙালি, ফারুক আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক ডা. রিদওয়ানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুইদিন ব্যাপী কর্মসূচি
পরবর্তী নিবন্ধচলতি বছর বিজিবির অভিযানে ১৯ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ২৭