বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ছাত্রশিবির এদেশের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক। স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবিরের ভূমিকা ঐতিহাসিক। দেশের যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে গণতন্ত্র এবং দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে ছাত্রশিবির এদেশের মানুষের মুক্তির জন্য ত্যাগের ইতিহাস রচনা করেছে। আগামী সংসদ নির্বাচনে দেশপ্রেমিক ও ইসলামী শক্তির বিজয়ের জন্য ছাত্রশিবিরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি ১৭ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম–১৬ বাঁশখালী আসনের উদ্যোগে আয়োজিত শহরে অবস্থানরত ইসলামী ছাত্রশিবিরের সাথী ও সদস্যদের নিয়ে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন।
দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদরুল হকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল, মহানগরী দক্ষিণের সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন, বাঁশখালী জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, ছাত্রশিবির জেলা পশ্চিমের সভাপতি আব্দুর রহিম। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আবু নাছেরের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তাফা, মাওলানা মহিউদ্দিন, মুহাম্মদ মোখতার হোসাইন সিকদার, মাওলানা শহীদুল্লাহ। বক্তব্য দেন, ফরমানুর রহমান জাহিন, মোস্তাক আহমদ, তাওহীদুল ইসলাম, মিনহাজ উদ্দিন, মুহাম্মদ বোরহান উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।