স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে

রাবেতায়ে আহলে সুন্নাতের কাউন্সিলে বক্তারা

| রবিবার , ৫ জানুয়ারি, ২০২৫ at ৮:৫২ পূর্বাহ্ণ

রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা কাজী মইনুদ্দিন আশরাফী বলেছেন,দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশে শান্তি, সমপ্রীতি বজায় রাখতে উলামায়ে কেরামকে কার্যকর ভূমিকা রাখতে হবে। সর্বত্রই বৈষম্য মুক্ত রাখার ক্ষেত্রে সরকারকে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। তিনি গতকাল স্থানীয় একটি রেস্টুরেন্টে রাবেতায়ে ওলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের ত্রিবার্ষিক কাউন্সিল প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সেকান্দর হোসাইন আল কাদেরীর সভাপতিত্বে এতে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ আল্লামা ইসমাইল নোমানী। এতে মুফতি আবুল হাসান ওমাইর রজভ কে চেয়ারম্যান, ইকবাল হোসাইন আল কাদেরীকে মহাসচিব, মোখতার আহমদ রজভীকে সাংগঠনিক সচিব নির্বাচিত করা হয়।

বক্তব্য রাখেন মুফতী আব্দুল আজীজ আনোয়ারী রজভী, আল্লামা আবুল হাসানাত আল কাদেরী, করিম উদ্দিন নূরী, আবু আহমদ আজহারী, লিয়াকত আলী নোমানী, নুরুল মাওলানা আলম সাবেরী, ছৈয়দুল হক সাঈদ কাজেমী, মুফতি জিল্লুুর রহমান হাবিবী, সৈয়দ পেয়ার মুহাম্মদ, আবুল কাশেম তাহেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল্লাহর কাছে জবাবদিহিতার মনোভাব নিয়ে দাওয়াতি কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধচন্দনাইশ থেকে ইয়েস কার্ড পেল ২০ হাফেজ