স্বাধীনতা আমার

সুপর্ণা লিপি বড়ুয়া | শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ at ৯:১৭ পূর্বাহ্ণ

স্বাধীনতা আমার ভোরের প্রথম সূর্যোদয়

অত্যাচার নিপীড়িত মানুষের

অন্ধকার জীবনের আলোর উদয়।

স্বাধীনতা আমার সবুজের মাঠে অবারিত ফসল

ঘাম জড়ানো কৃষকের মুখে মধুর হাসি।

স্বাধীনতা আমার বৃদ্ধ পিতার একমাত্র অন্ধের যষ্টি।

স্বাধীনতা আমার বাঙালির বধূর

কপাল জুড়ে রক্তিম টিপ।

স্বাধীনতা আমার বীরাঙ্গনা মা বোনের

সম্ভ্রম হারানোর অহংকার।

স্বাধীনতা আমার নিপীড়িত

লক্ষ মানুষের অন্যায়ের প্রতিবাদ।

স্বাধীনতা আমার একটি বজ্রকণ্ঠ

বাংলার মানুষের মুক্তির সংগ্রাম।

স্বাধীনতা আমার পথ পানে চেয়ে থাকা

দুখিনি মায়ের করুণ আর্তনাদ

স্বাধীনতা আমার বাংলার মানুষের

হাজার স্বপ্ন তোমাকে নিয়ে

গড়বে নতুন দেশ নব সূচনা জয়ের উচ্ছাস।

স্বাধীনতা আমার একটি জাতির বাঁচার অধিকার

পাক বাহিনীর শোষণের দখলদার।

স্বাধীনতা আমার মাঝি মাল্লারে ভাটিয়ারি গানের সুর

বুকে সাহস নিয়ে লড়াই করেছিল অনেক দূর।

স্বাধীনতা আমার মেহনতি শ্রমিকের মুষ্টিবদ্ধ শক্ত হাত

যুদ্ধ করে শত্রুসেনা করল কুপোকাত।

স্বাধীনতা আমার জ্বলন্ত ঘরের চিৎকার হাহাকার।

স্বাধীনতা আমার মাঠে প্রান্তরে বধ্যভূমিতে

পড়ে থাকা বেওয়ারিশ লাশ।

স্বাধীনতা আমার বাংলার দামাল ছেলে মেয়েদের

সিংহের মত গর্জে ওঠা ।

স্বাধীনতা আমার বিশ্বের মানচিত্রের মাঝে

সদ্যপ্রসব নবজাতকের লাল সবুজের পতাকা।

শত্রুর কবল থেকে লক্ষ প্রাণের বিনিময়ে

স্বাধীনতা ছিনিয়ে আনা।

পূর্ববর্তী নিবন্ধঅনলাইন ব্যবসায় প্রতারণা বন্ধ করা হোক
পরবর্তী নিবন্ধসবার আগে আত্মসম্মানে বাঁচতে শিখতে হয়