রক্তক্ষয় যুদ্ধের বিভীষিকাময় চিত্র, কেঁপে ওঠে হৃদয়ে উম্মদনার বীরত্ব। আমার ইচ্ছেগুলো ছড়িয়ে দাও আকাশপানে, শঙ্খচিল হয়ে আসবো ফিরে মনের গগনে। কেউ তো মনে রাখে না তবুও আসবো বারেবার, তোমাদের বেদনার ভার নিতে অকুণ্ঠ হৃদয় হারাবার। এই দেশ আমার গৌরবের স্নিগ্ধ মুগ্ধতা,এই দেশ আমার ভালবাসার অবগাহনে আকুলতা। বিজয়ের উল্লাস আমি পাই তার ছন্দে, জন্মেছি সোনার বাংলায় স্বাধীনতার স্বচ্ছ আনন্দে। বলতে নেই দ্বিধা নেই কোনো ব্যর্থতা, বাংলার মানুষের আত্মত্যাগ যায়নি তো বৃথা। ভালবাসি তোমায় ও আমার সোনার বাংলা, রিক্ততা গুছিয়ে সিক্ত হয়েছে মনের শুদ্ধতা। জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধারণ করেছি হৃদয়ে, স্বাধীনতা তুমি বহমান আজ কোটি বাঙালির উচ্ছ্বাসের প্রলয়ে।