স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ হতে পারিনি

এনএচৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজাহান চৌধুরী

| শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ১১:৪১ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ হতে পারিনি। আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি লেগেই আছে। দেশের আমলা ও রাজনীতিবিদদের কারণেই দেশের মানুষের চাওয়া ও প্রাপ্তিতে বিশাল ফারাক রয়ে যাচ্ছে।

তিনি গতকাল বৃহস্পতিবার সাতকানিয়ার দক্ষিণ কাঞ্চনা এনএ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুর আহমদ চৌধুরী স্মরণসভা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জায়েদ হোসাইনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আব্দুস সোবহান, কাঞ্চনা ইউনিয়ন আমীর আবু তাহের, অভিভাবক সদস্য মাহবুবুল আলম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক তাপস পাল,সহকারী শিক্ষক মাহবুবুর রহমান, লাভলী তালুকদার, রুমানা আক্তার, সিরাজুল মোস্তফা, মনজুরুল আলম। প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কালাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিঙ্গার বাংলাদেশের নতুন মাইলফলক অর্জন
পরবর্তী নিবন্ধশিশুসাহিত্য একাডেমি সম্মাননা ২০২৫ পাচ্ছেন তিন কৃতী লেখক