স্বাধীনতার স্বীকৃতি দিতে দেশের অনেকে কার্পণ্য বোধ করে

ফটিকছড়িতে এমএ সালাম

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ১ জুলাই, ২০২৪ at ১০:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেছেন, ৩০ লাখ শহীদ, ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু আমাদের দেশের অনেকেই এখনো সেই স্বাধীনতার স্বীকৃতি দিতে কার্পণ্য বোধ করে।

গত ২৮ জুন লেলাং গোপাল ঘাটা গ্রামে ফটিকছড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নাজিমুদ্দিন মুহুরীকে গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাম।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ির সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এমপি। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আফতাব উদ্দিন চৌধুরী, আবু তালেব চৌধুরী, মেয়র ইসমাইল হোসেন, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, সাদাত আনোয়ার সাদী, অধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরী, সফিউল আলম, কুতুব উদ্দিন মুহুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নপুর, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সরওয়ার উদ্দিন, ইব্রাহিম সবুজ, নুরুল আলম, ইসমাইল মজুমদার, মোহাম্মদ লোকমান, জসিম উদ্দিন মুহুরী, মোহাম্মদ আবু মুছা, মোহাম্মদ লোকমান, সাহাব উদ্দিন, কাজী রহমত উল্লাহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ৯শ কৃষক পেল আমন ধানের বীজ ও সার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ভালো কাজ করার একটি আদর্শ জায়গা