স্বাধীনতার সাথে জড়িয়ে আছে জহুর আহমদ চৌধুরীর নাম

মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধায় স্মরণ

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২ জুলাই, ২০২৪ at ১১:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশের স্বাধীনতার সাথে জহুর আহমদ চৌধুরীর নাম জড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল সোমবার সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধের ইস্টার্ন জোনের চেয়ারম্যান, সিটি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জহুর আহমদ চৌধুরীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিটি মেয়র ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে জহুর আহমদ চৌধুরীর কবরে ফুলেল শ্রদ্ধা জানান।

এ সময় মেয়র বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেয়ার পর স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে জহুর আহমদ চৌধুরীর কাছে পাঠিয়েছিলেন দেশেবিদেশে প্রচারের জন্য। পরবর্তীকালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে বঙ্গবন্ধুর এই ঘোষণা প্রচার করা হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের পাতায় জহুর আহমদ চৌধুরীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ সময় আরো উপস্থিত ছিলেনকাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, নুরুল আমীন, আবদুল মান্নান, মোহাম্মদ ইলিয়াছ, আবুল হাসনাত বেলাল, আবদুস সালাম মাসুম, আতাউল্লা চৌধুরী, মো. এসরারুল হক।

জেলা পরিষদের চেয়ারম্যানের শ্রদ্ধা : জহুর আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার দামপাড়াস্থ পল্টন রোড সংলগ্ন মরহুমের কবরস্থানে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামের নেতৃত্বে জেলা পরিষদের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, এরফানুল করিম চৌধুরী, আলী আবরাহা দুলাল, ফারহানা আফরিন জিনিয়া, শরফুদ্দীন আহমেদ চৌধুরী।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ : জহুর আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ গতকাল সোমবার মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহসভাপতি শাহজাদা মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আ ম ম টিপু সুলতান চৌধুরী, উপ দপ্তর সম্পাদক মো. জসিম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মুজাহিদ বিন কায়সার, চেয়ারম্যান জসিম উদ্দিন প্রমুখ।

উত্তর জেলা আওয়ামী লীগ : সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর ৫০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে সকালে পুষ্পস্তবক অর্পণ করেছেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি অধ্যাপক মো মঈনুদ্দিন, মো. আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, কার্যনির্বাহী সদস্য মো. সেলিম উদ্দিন, সাহেদ সরোয়ার শামীম প্রমুখ।

বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগ : জহুর আহম্মেদ চৌধুরীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে ১৫নং বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। গতকাল সোমবার মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সহধর্মিণী মরহুমা সাফিনাজ মাহতাব, শহীদ সাইফুদ্দিন খালেদ চৌধুরী, কবরে শায়িত পরিবারবর্গের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজল আহমেদ ফজু, সাধারণ সম্পাদক মো. আবুল বশর, জহুর আহমেদ চৌধুরীর সন্তান কুতুব উদ্দিন চৌধুরী, জসীম উদ্দিন চৌধুরী, শরফুদ্দিন চৌধুরী রাজু, জাফর আহমেদ বাবলু সর্দার, শওকত উল্লাহ সোহেল, মো. আবু সৈয়দ, ইকবাল আহমেদ, সামশুল হক খোকন, নুর আলী লেদু, মো. আলমগীর, নাজমুল আজিম, মো. আবসার, কফিল উদ্দিন, আবু সাদেক তুহিন প্রমুখ।

সাবেক মেয়র মনজুর আলম : চসিকের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেছেন, জহুর আহমদ চৌধুরী একাধারে শ্রমিক ও জননেতা ছিলেন। জহুর আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে উত্তর কাট্টলী ১০নং ওয়ার্ডের সর্বসাধারনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জহুর আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআনে পাক, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ সাইফুল আলম। গতকাল সোমবার হযরত খাজা আব্দুল হাকিম শাহ আল মাইজভাণ্ডারী মাজার প্রাঙ্গণে এসব কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন সুলতান আহমদ চৌধুরী, কাজী আলতাফ হোসেন। বক্তব্য দেন, লোকমান আলী, কায়ছার চৌধুরী, হানিফ চৌধুরী, হারুনুর রশীদ, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক অধ্যক্ষ বাদশা আলম প্রমুখ। মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল মান্নান।

কোতোয়ালী থানা আওয়ামী লীগ : জহুর আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দামপাড়াস্থ কবরস্থানে গতকাল সোমবার পুষ্পমাল্য অর্পণ করেন কোতোয়ালী থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, মসিউর রহমান রোকন, আবুল মনসুর, টিংকু বড়ুয়া, অ্যাড. মহিবুল্লাহ চৌধুরী, এম এ মোনায়েম, মাস্টার জসিম উদ্দিন, এম এ সালাম, মো. হাবিব উল্লাহ, মো. জাহাঙ্গীর, দীপক ভট্টাচার্য্য প্রমুখ। নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

জাতীয় শ্রমিক লীগ : জহুর আহম্মদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার মরহুমের কবরে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএননসিবিএ সমন্বয় পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কবর জেয়ারত করেন। শেষে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরীসহ অন্যদের সাথে সাক্ষাতে মিলিত হয় শ্রমিক লীগ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, আবুল হোসেন আবু, সাবের আহমদ, নাসির উদ্দিন, আব্দুল লতিফ, জানে আলম, সমিরুল ইসলাম তুহিন, মো. ইব্রাহিম, মমতাজ উদ্দিন, আবু তাহের, আব্দুল করিম, সোহাগ মির্জা, মো. সোহেল, আলী হোসেন, কামাল উদ্দিন, মো. মফিজ, আল আমিন, মো. জয়নাল, হেলাল আকবর বাবর, মো. ফরিদ প্রমুখ।

বাগমনিরাম ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ : জহুর আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার বাগমনিরাম ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি শেখ মনছুর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মো. জুয়েলের সঞ্চালনায় বক্তব্য দেন, ইউনুস জুয়েল, আবদুল রহিম, আরিফ হোসেন সাগর, মাহাবুব আলম, রাকিবুল আলম, নাইমুল হক আকিব, হৃদয় দাস, আবু সাদেক তুহিন, জুনায়েদ বিন সাব্বির, সাগর দে, আবির হোসেন আবির প্রমুখ। শেষে জহুর আহমেদ চৌধুরীর কবরে পুষ্পমাল্য অর্পণপূর্বক শ্রদ্ধা নিবেদন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধউন্নত দেশ গড়তে সফল উদ্যোক্তা সৃষ্টির বিকল্প নেই
পরবর্তী নিবন্ধআনোয়ারায় মৎস্য ফাঁড়ের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪