জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, বিএনপি জামায়াত স্বাধীনতার মিথ্যা ঘোষক জিয়াকে প্রতিষ্ঠিত করতে স্বাধীনতার ৫০ বছর সুর্বণজয়ন্তী পালন করছে। জিয়া জীবিত থাকা অবস্থায় কোনো দিন স্বাধীনতার ঘোষক দাবি করেননি। তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর পক্ষে সেই দিন চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন মাত্র। কিছু মুক্তিযোদ্ধা টাকার বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধা বানিয়েছেন। তা যাচাই বাচাই করে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের আরো সম্মানি ভাতা বৃদ্ধি করবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে মুক্তিযোদ্ধাসহ সকল রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি গত বুধবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পটিয়া পৌরসভা আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চিত্রাঙ্কন ও নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী, শিক্ষাবিদ প্রফেসর আবদুল আলীম, লেখক ও সাংবাদিক মুহাম্মদ শামসুল হক। ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানার সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ সভাপতি আলমগীর আলম, কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, শফিউল আলম, কামাল উদ্দিন বেলাল, গিয়াস উদ্দিন আজাদ, সরোয়ার কামাল মোসলেম উদ্দিন রাজীব, জসিম উদ্দিন, মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম, বুলবুল আকতার, ইয়াছমিন আকতার চৌধুরী, পৌর সচিব নেজামূল হক প্রমুখ। পরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও সম্মানি প্রদানসহ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।