চট্টগ্রাম–১০ আসনের উপনির্বাচনে প্রার্থীদের প্রচার–প্রচারণার দ্বিতীয় দিনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু গতকাল শুক্রবার দুপুরে ৪২নং নাসিরাবাদস্থ রহমান নগরস্থ নূর মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণসংযোগ শুরু করেন। ৪২নং নাসিরাবাদ ওয়ার্ডের সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দরকে নিয়ে তিনি গণসংযোগে নামেন।
গণসংযোগকালে মো. মহিউদ্দিন বাচ্চু বলেন, আমি নেত্রীর নৌকা প্রতীক পেয়েছি। এই প্রতীক স্বাধীনতার প্রতীক। এই প্রতীক মুক্তিযুদ্ধের প্রতীক। এর মর্যাদা রক্ষা করতে হবে। আমার হারা বা জেতা এটা বড় কথা নয়, এই নির্বাচনকে ঘিরে জড়িয়ে আছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঙালি জাতিসত্তা রক্ষা। তিনি যাদের ভোটাধিকার আছে তাদেরকে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান এবং তাদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
গণসংযোগকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, জনগণকে জাগিয়ে তুলতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম–১০ আসনের উপ নির্বাচনে আমরা একটি চ্যালেঞ্জ গ্রহণ করেছি। এই চ্যালেঞ্জ গ্রহণে মহানগর আওয়ামী লীগের পক্ষে একজন প্রতিনিধি যাকে শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছেন তার বিজয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট ওয়ার্ড, ইউনিট নেতৃবৃন্দ একাতারে দাঁড়াবে। এসময় উপস্থিত ছিলেন, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মোঃ হোসেন, দিদারুল আলম চৌধুরী, সৈয়দ আমিনুল হক, খয়রাতি মিয়া চৌধুরী, মোর্শেদুল আলম প্রমুখ।