স্বাধীনতার পাখি

শাহজালাল সুজন | বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:১০ পূর্বাহ্ণ

থমকে যাওয়া বাতাসে আজ

নেই তো পাখির গান,

জ্বালিয়ে দেয় পাখির রাজ্য

গুড়িয়ে দেয় শান।

রেহাই পায়নি বাবুই পাখির

তাল পাতারই ঘর,

দুর্দান্ত ঝড় হার মেনেছে

দেখে দেশের চর।

সবুজ জঙ্গল উজাড় করে

দিচ্ছে হানা রোজ,

বন্য প্রাণী সংরক্ষণ আইন

কে বা রাখে খোঁজ।

বিলুপ্ত আজ পাখির বাসা

মলিন ভোরের ডাক,

ধূসর ধোঁয়ায় প্রকৃতি তাই

শাপে ছাড়ে হাঁক।

পূর্ববর্তী নিবন্ধচাঁদ ওঠে
পরবর্তী নিবন্ধমনটাই মন্দ