পাক হানাদার খুনের নেশায়
উঠল মেতে দেশে
প্রতিবাদে বাঙালিরা
যুদ্ধে নামল শেষে।
বাঙালিদের সাহস দেখে
পাকসেনা পায় ভয়
ষোলই ডিসেম্বরে এসে
মানল পরাজয়।
স্বাধীনতার জন্য দিল
লাখো শহিদ প্রাণ
লাল সবুজের পতাকাটা
তাঁদের অবদান।
সেসব কথা লেখা আছে
ইতিহাসের পাতায়
বাপ দাদাদের মুখে মুখে
এবং গল্পগাথায়।