বিএনপির জাতীয় কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধের প্রথম বিদ্রোহ চট্টগ্রাম থেকেই হয়েছে। তাই চট্টগ্রামের ইতিহাস মুক্তিযুদ্ধপূর্ব এবং যুদ্ধকালীন অবিস্মরণীয়। গত বৃহস্পতিবার মহানগর চান্দগাঁও ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন। ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইলিয়াস চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মাসুদুল কবীর রানার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম, মহানগর বিএনপি আহবায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান।
আমীর খসরু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে নীরব ছিলেন না। এদেশের সেনাবাহিনীকে সংগঠিত করে তিনি পাকসেনাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছেন চট্টগ্রাম থেকেই। তিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবার অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার অবদান মানুষের হৃদয়ে। প্রেস বিজ্ঞপ্তি।