স্বাধীনতার অর্ধশতাব্দীর গান

| রবিবার , ৭ মার্চ, ২০২১ at ৯:১০ পূর্বাহ্ণ

বাংলাদেশের স্বাধীনতার অর্ধশতাব্দী পূর্ণ হতে চলেছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণকে ফ্রেমে আটকে রাখার জন্য চারিদিকে চলছে জোরালো আয়োজন। শিল্প-সংস্কৃতির আঙিনায় স্বাধীনতার পঞ্চাশ বছরের রোদ আছড়ে পড়ছে একটু বেশিই। কেননা স্বাধীনতা অর্জনের সঙ্গে সংগীত প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। খবর বাংলানিউজের।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সারগাম সাউন্ড স্টেশনও একটি আয়োজন হাতে নিয়েছে। তারা তৈরি করেছে স্বাধীনতার গান। ‘স্বাধীনতার ৫০ বছর’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ছয়জন শিল্পী। তারা হলেন- রাজা বশির, হুমায়রা বশির, শাহনাজ রহমান স্বীকৃতি, স্মরণ, ইব্রাহীম খলিল এবং মোমিন বিশ্বাস। গানটি লিখেছেন এনামুল হক অপু। সুর ও সংগীতায়োজন করেছেন রাজা বশির। দেশের গানটির রেকর্ডিং এবং মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে এরই মধ্যে। চলতি সপ্তাহে গানটি সারগাম সাউন্ড স্টেশন থেকে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস।

পূর্ববর্তী নিবন্ধ১২ মাসে ১২ সিনেমা!
পরবর্তী নিবন্ধকবে আসবে নতুন আইফোন?