কোটা বিরোধী আন্দোলনের নামে কোমলমতি শিক্ষার্থীদের উপর ভর করে বিএনপি–জামায়াত সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে চলেছে। এসব নৈরাজ্য সৃষ্টিকারীদের ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। গতকাল শনিবার মোহরা ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত সারাদেশে কোটা বিরোধী আন্দোলনের নামে বিএনপি–জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম এমপি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের গর্ব মেট্রোরেল, এলিভেটেড এঙপ্রেসওয়ে, বিটিভি ভবন, সেতু ভবনসহ সরকারি স্থাপনায় হামলায় প্রমাণ করে যারা অতীতে উন্নয়ন–অগ্রগতির পথে বাধা সৃষ্টি করেছে, তারাই আজ আবার সাধারণ ছাত্রছাত্রীদের মাথায় কাঁঠাল রেখে খেতে চাইছে। আমরা আশা করছি, ছাত্রছাত্রীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করে তাদের মেধার বিকাশ ঘটাবে। গুজবে কান দেবে না।
একটি অশুভ শক্তি বাংলার স্বাধীনতাকামী মানুষের সাথে লড়াই করে অতীতে সফল হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।
দেশ যখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে গণ্য হচ্ছে সে সময়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি ছাত্রদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চাইছে।
এসময় উপস্থিত ছিলেন মোহরা ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন, আওয়ামী লীগ নেতা এস এম আনোয়ার মির্জা, মোহাম্মদ ফারুক, হাসান মুরাদ চৌধুরী, আবুল হাশেম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










