স্বাধীনতাবিরোধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে

চন্দনাইশে সমাবেশে শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম এমপি

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ২৭ জুলাই, ২০২৪ at ১১:০৫ পূর্বাহ্ণ

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশ এখন দেশীবিদেশী যড়যন্ত্রের রোষানলে পড়েছে। তারেক জিয়া বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে সন্ত্রাসীদেরকে লালন পালন করার জন্য। এই সন্ত্রাসীদেরকে দিয়ে দেশকে ধ্বংস করে দেয়ার জন্য। আমাদের উন্নয়নকে ধ্বংস করে দেয়ার জন্য। এটা কোনভাবেই আমরা হতে দিবো না।

তিনি বলেন, স্বাধীনতার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদেরকে চূড়ান্তভাবে চিহ্নিত করতে হবে। তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি গতকাল শুক্রবার চন্দনাইশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বশর ভুইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, প্রফেসর ডা. . . . মিনহাজুর রহমান, আবদুল কৈয়ুম চৌধুরী, মোহাম্মদ তৌহিদুল আলম। যুবলীগ নেতা আ স ম ইদ্রিসের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন লোকমান হাকিম, মো. আবদুল আলীম, আবদুর রহিম চৌধুরী, এড. খোরশেদ বিন ইসহাক, খোরশেদ আলম টিটো, আমিন আহমেদ চৌধুরী রোকন, আহমদুর রহমান, আনিসুর রহমান, হাফেজ আহমদ, ওসমান আলী, তাপস দত্ত, নাসির উদ্দীন টিপু, . . . মাহাবুবুল হক সিকদার, মাস্টার আহসান ফারুক, বলরাম চক্রবর্তী, মাহাবুবুর রহমান চৌধুরী, সাখাওয়াত হোসেন শিবলী, আবুল কাশেম বাবলু, নবাব আলী, সাইফুর রহমান, শহিদুল ইসলাম কাজেমি, নুরুল হাকিম চৌধুরী, মাস্টার মো. ইউনুচ, রিপন দাশ সুজন, জাহাঙ্গীর আলম, বেলাল হোসেন মিঠু, দিদারুল হক দস্তগীর, ফোরক আহমদ, আনিসুল হক প্রমুখ। একইদিন আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধকোটা আন্দোলনকালে ধ্বংসলীলার তদন্ত ও বিচার দাবি অর্থনীতি সমিতির
পরবর্তী নিবন্ধ‘সুলতানাস ড্রিম’ স্বীকৃতি পেল বিশ্ব দরবারে