স্বাধীনতাকামী বাঙালি নিধনযজ্ঞে মেতে উঠেছিল পাকিস্তানি দানবরা

গণহত্যা দিবসের সভায় মেয়র

| শুক্রবার , ২৬ মার্চ, ২০২১ at ৭:১৬ পূর্বাহ্ণ

গণহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়োজনে এক আলোচনা সভা গতকাল নগরীর টাইগারপাসস্থ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, একাত্তরের অগ্নিঝরা পঁচিশে মার্চ বাঙালি জাতি তথা বিশ্ববাসী দেখেছিল ইতিহাসের বিভীষিকাময় ভয়াল ও নৃশংসতম বর্বরতা। মধ্যরাতে গণহত্যার নীলনকশা ‘অপারেশন সার্চলাইট’ নামে পাকিস্তানি দানবরা মেতে উঠেছিল নির্বিচারে স্বাধীনতাকামী বাঙালি নিধনযজ্ঞে।
এতে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দীন, আফরোজা জহুর, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মো. ওয়াসিম উদ্দীন চৌধুরী, মো. ইলিয়াছ, শেখ জাফরুল হায়দার চৌধুরী, রুমকি সেনগুপ্ত, আনজুমান আরা, জাহেদা বেগম পপি প্রমুখ। এরআগে চসিকের পক্ষ থেকে সকালে জাকির হোসেন সড়কে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মেয়র ও কাউন্সিলররা। এছাড়া চসিক সম্মেলন কক্ষে আয়োজন করা হয় মিলাদ মাহফিল।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে মানববন্ধন ও আলোচনা সভা
পরবর্তী নিবন্ধসুবর্ণজয়ন্তীতে প্রত্যাশা