স্বাধীনতা রাত শেষে ভোর
স্বাধীনতা খুলে দেয়া দোর
ঘুম ঘুম দু’চোখের টুঁটে যাওয়া ঘোর।
স্বাধীনতা মাছরাঙা থির
স্বাধীনতা ঢেউ নদীটির
ফল ফুলে পাতা বনে হাসি খুশি ভীড়।
স্বাধীনতা সাদা বক-ঝিল
স্বাধীনতা খুশি ঝিলমিল
কচি মুখে হেসে ওঠা হাসি খিল খিল।
স্বাধীনতা গোলা ভরা ধান
স্বাধীনতা ভাটিয়ালি গান
বাউলের একতারা সুর অফুরান।
স্বাধীনতা নাও-মাঝি পাল
স্বাধীনতা সুদিনের কাল
সবুজের বুকে আঁকা সূর্যটা লাল।