নগরীর একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা চিকিৎসক পরিষদের ৫ম জাতীয় সম্মেলনের প্রস্তুতি সভা গত শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. নাসির উদ্দীন মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এবং স্বাচিপ নেতা ডা. ধীমান বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ডা. আ ম ম মিনহাজুর রহমান, ডা. আবু মনসুর মো. নিজাম উদ্দিন খালেদ, ডা. মো. ইদ্রিস, ডা. মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, ডা. বিপ্লব পালিত, ডা. দিদারুল মুনির রুবেল, ডা. অজয় দাশ, ডা. উৎপল বড়ুয়া, ডা. দেব প্রসাদ চক্রবর্তী, ইচিপ চট্টগ্রাম মেডিকেল শাখা, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ, ইউএসটিসি ও রাঙামাটি মেডিকেল কলেজ শাখার নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত চিকিৎসকবৃন্দ। সভায় আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠাতব্য ৫ম জাতীয় সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয়। নেতৃবৃন্দ বলেন, চিকিৎসকদের সন্মেলন থেকে বিএনপি জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্রের কঠোর জবাব দেয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।












