স্বাগত ২০২৬

শোকের আবহে ২৫ কে বিদায়

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

পুরোনো বছরের সব ক্লান্তি, ব্যর্থতা ও অস্থিরতাকে পেছনে ফেলে নতুন আশার বার্তা নিয়ে শুরু হলো ২০২৬ সাল। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই বিশ্বের বিভিন্ন শহরে আতশবাজির আলোয় রঙিন হয়ে ওঠে আকাশ। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এবার সম্পূর্ণ ভিন্ন। তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোকে আচ্ছন্ন দেশ। এমন বিবর্ণ পরিস্থিতিতে চট্টগ্রামের কোথাও থার্টি ফার্স্ট নাইট বা নিউ ইয়ার বরণের কোনো অনুষ্ঠান হয়নি। অবশ্য দেশের আইন শৃঙ্ক্ষলা পরিস্থিতির সার্বিক অবস্থায় নগর পুলিশের পক্ষ থেকেও অনুষ্ঠানায়োজনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

প্রকৃতির অমোঘ নিয়মে মহাকালের গর্ভে হারিয়ে গেল আরেকটি বছর, ২০২৫। শুরু হল নতুন খ্রিষ্টীয় বর্ষ ২০২৬। নববর্ষকে আহ্বান জানানোর মাধ্যমে ফুরালো গত বছরের সব লেনদেন। বিদায় ২০২৫। পশ্চিম আকাশে রক্তিম আভা ছড়িয়ে ডুবেছে ২০২৫ সালের শেষ সূর্য। পেছনে পড়ে রইল সাক্ষী হয়ে থাকা বহু ভাঙাগড়ার এক উত্তাল অধ্যায়। জীবনের সংক্ষিপ্ত পরিসরে বাংলাদেশের মানুষ আজ আরো একটি নতুন বছরে পা রাখছে, তবে এই পথচলা নিছক সময়ের আবর্তন নয়, বরং দু’চোখ ভরা এক বুক বড় স্বপ্নের।

বাসস জানায়, বছরের বিদায়বেলায় এক শোকাতুর পরিবেশ গ্রাস করেছে পুরো দেশকে। গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে পরিচিত, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে কেঁদেছে কোটি প্রাণ। এ দেশের মানুষের হৃদয়ে শ্রদ্ধার যে আসনে তিনি অধিষ্ঠিত ছিলেন, তার প্রমাণ মিলেছে বিদায়বেলার সেই অশ্রুসিক্ত ভালোবাসায়। মানুষ তাদের প্রিয় নেত্রীকে বিদায় জানিয়েছে একরাশ গভীর মমতা আর পরম শ্রদ্ধায়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে হত্যায় এ শোকের কালো মেঘ আরো ঘনীভূত হয়। এই হত্যাকাণ্ড স্তব্ধ করে দিয়েছে আরেকটি নীরব গল্পকে। যে গল্প বলে, মানুষ আর অপূর্ণ প্রতিশ্রুতির ছায়ায় মাথা নত করতে রাজি নয়। তবুও এই শোকের দরিয়ায় ভাসতে ভাসতে জাতি আজ এক অমোঘ গর্বে বুক বাঁধছে। অগণিত মানুষের সেই আত্মত্যাগ বৃথা যায়নি; বরং শহীদদের সেই রক্ত আজ এক নতুন যুগের শিকড়ে প্রাণ সঞ্চার করেছে। ক্ষতবিক্ষত হয়েও বাংলাদেশ আজ এক মহাবিপ্লবের দোরগোড়ায় দাঁড়িয়ে। এ দেশের মাটি আজ সমৃদ্ধ হয়েছে এক নতুন পুনর্জাগরণের অঙ্গীকারে।

দুঃখবেদনা ভুলে নতুন আশা ও স্বপ্নে স্বাগত ২০২৬ সাল। ২০২৬ সালের ভোরের প্রথম সূর্য নতুন আশা নিয়ে উদয় হয়েছে। এই উদয় কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, এটি এক পবিত্র অঙ্গীকার। উত্তাল সময়ের শিক্ষাগুলোই হবে আগামীর পথপ্রদর্শক। এ জাতি এখন আর শুধু কোনোমতে টিকে থাকাতে সন্তুষ্ট নয়, বরং অদম্য সাহসে শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছাতে বদ্ধপরিকর।

নতুন এই বাংলাদেশের হয়তো কিছু অপূর্ণতা আছে। কারণ, কোনো রাষ্ট্রই নিখুঁত নয়। কিন্তু এই বাংলাদেশ এখন অকুতোভয় হয়ে স্বপ্ন দেখতে জানে, অন্যায়কে চ্যালেঞ্জ জানাতে জানে এবং অক্লান্ত পরিশ্রমে নতুন কিছু গড়তে জানে। ২০২৫ সালের প্রতিটি বিসর্জন আজ রূপ নিতে চলেছে ন্যায়বিচার, সাম্য আর সমৃদ্ধির ভিত্তিপ্রস্তরে। বিদায়ী বছর ২০২৫ সালের সকল দুঃখ বেদনা ভুলে গিয়ে এবং নতুন বছরের নতুন আশাআকাঙ্ক্ষা ও উদ্দীপনা নিয়ে বিশ্ববাসী নানা কর্মসূচির মাধ্যমে পালন করেছে ‘থার্টি ফার্স্ট নাইট’। মানুষের আশাবিশ্বে শান্তি নেমে আসবে, শান্তি নেমে আসবে বাংলাদেশেও।

২০২৬ সালের ভোর কেবল সূচনা নয়। এটি এক পুনর্জন্মের ঘোষণা। অশান্ত এক বছরের শিক্ষা ভবিষ্যৎ নির্মাতাদের পথ দেখাবে, এই অঙ্গীকারই এর মর্মকথা। এই জাতি আর কেবল টিকে থাকার কথা ভাববে না। দৃঢ়ভাবে, নির্ভীকভাবে এগিয়ে যাবে শ্রেষ্ঠত্বের পথে। একইসঙ্গে ২০২৬ সাল আমাদের সামনে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন। এই যে সুযোগ আমরা পেলাম, তা দিয়ে আমরা কী গড়বো? আজ বাংলাদেশের মানুষের কণ্ঠস্বরে একই সুর, সবার হাতেই এখন নতুন ইতিহাস লেখার কলম।

পৃথিবীর নানা প্রান্তে ভিন্ন ভিন্ন আয়োজনের মাধ্যমে ৩১ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে যাত্রা শুরু করে নববর্ষ২০২৬। পুরোনো বছর পেছনে ফেলে নতুন বছরকে বরণ করে নেওয়ার ঊষালগ্নে জমকালো আয়োজনে মেতে ওঠে বিভিন্ন দেশ, দেশের মানুষ। ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপনে পোড়ানো হয় শত শত কোটি টাকার আতশবাজি। এক্ষেত্রে অস্ট্রেলিয়া বিশ্বকে রীতিমতো তাক লাগিয়ে দেয়। জাপানের পরপরই অস্ট্রেলিয়া বিশ্বে প্রথম থার্টি ফার্স্ট নাইটের নাগাল পায়। আর পুরো ব্যাপারটিকে তারা এতো নান্দনিক করে তোলে যে বিশ্ববাসীর চোখ জুড়িয়ে যায়। এবারও অস্ট্রেলিয়া বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। সিডনি, মেলবোর্ন কিংবা ব্রিজবেনের মতো শহরের রাতের আকাশ বর্ণিল হয়ে উঠেছে।

পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও থার্টি ফার্স্ট নাইট নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়। তবে এবার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের সাগরে ভাসছে দেশ। এমনতর পরিস্থিতিতে বিভিন্ন ক্লাব এবং সংগঠনের আয়োজিত থার্টি ফাস্ট নাইটের কর্মসূচি স্থগিত করা হয়েছে।

২০২৬ কেবল একটি নতুন বছর নয়, আসছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে সূচিত হতে যাচ্ছে এক নতুন প্রারম্ভ। ২০২৬ সাল নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন ও নতুন পথচলার প্রতীক হয়ে উঠুকএই প্রত্যাশা সবার।

শুভ হোক ২০২৬।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর বাবা আটক
পরবর্তী নিবন্ধদামপাড়া ফ্লাইওভারের পিলারে আগুন, ১৫ মিনিটে নিয়ন্ত্রণ