মালদ্বীপে চলছে ছয় জাতির কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। গতকাল স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। যদিও খেলার শুরুতে বাংলাদেশ ২০–১৪ পয়েন্টে ১ম সেটে হেরে যায়। ২য় সেটের শুরুতেই আক্রমণাত্মক ভাবে খেলতে থাকে বাংলাদেশ এবং ২০–১৬ পয়েন্টে ২য় সেটে জয় লাভ করে লড়াইয়ে ফিরে। পরবর্তীতে ১–১ সেটে খেলা ড্র হলে পেনাল্টি শুট আউটে ৭–৬ পয়েন্টে সেট জিতে ২–১ ব্যবধানে মালদ্বীপকে হারায় বাংলাদেশ। এই ম্যাচে জয়ী হয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ। আজকে বাংলাদেশ সময় রাত ৯টায় শিরোপার দাবিদার প্রতিযোগিতার ফেভারিট পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ খেলায় মাঠে নামবে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ শুক্রবার রাতে শ্রীলংকার বিপক্ষে ২৬–১০ ও ২৪–১৪ পয়েন্টে সরাসরি ২–০ সেটের ব্যবধানে পরাজিত হয়।