স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ মঙ্গলবার জুনিয়র এশিয়া কাপ হকি শুরু করছে বাংলাদেশ দল । ওমানের সালালাহ শহরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। এই প্রতিযোগিতায় বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ যথাক্রমে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং উজবেকিস্তান। ১০ দেশের এই টুর্নামেন্ট থেকে চারটি দল যাবে জুনিয়র বিশ্বকাপে। যারা পয়েন্ট তালিকার সবার উপরে থাকবে। বাংলাদেশের সামনে ভালো একটা সুযোগ আছে বিশ্বকাপে কোয়ালিফাই করার। যে কারণে বাংলাদেশ হকি ফেডারেশন দলটিকে ওমান পাঠানোর আগে ভারতের হরিয়ানায় ২০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করার পাশাপাশি ১০টি ম্যাচ খেলিয়েছে।
আন্তর্জাতিক হকিতে এখন বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ ওমান। জাতীয় দল হোক কিংবা যুব দল। বাংলাদেশ ও ওমানের ম্যাচ মানেই তুমুল প্রতিদ্বন্দ্বিতা। এর আগে ২০১৫ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ ও ওমান পড়েছিল একই গ্রুপে। আর সে প্রতিযোগিতায় গ্রুপ ম্যাচে বাংলাদেশ ৫–৪ গোলে হারিয়েছিল ওমানকে। এ বছর জানুয়ারিতে ওমানে অনুষ্ঠিত জুনিয়র এএইচএফ কাপের ফাইনালেও তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল বাংলাদেশ এবং ওমানের। সেবার নির্ধারিত সময়ের খেলা ১–১ গোলে অমিমাংসিতভাবে শেষ হলে ফাইনালের ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শ্যুটআউটে। আর সে লড়াইয়ে বাংলাদেশ জিতেছিল ৭–৬ গোলে। আজ থেকে শুরু হওয়া প্রতিযোগিতা এবং আজকের ম্যাচ নিয়েও দারুণ আশাবাদি বাংলাদেশ। ভারতের কন্ডিশনিং ক্যাম্প এবং প্রস্তুতি ম্যাচ গুলো কাজে দেবে বলে মনে করছে বাংলাদেশ দলের কোচ। জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চায় বাংলাদেশ। কারন যেকোন টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করতে পারা মানে অনেকখানি এগিয়ে থাকা। আর সে কাজটাই করতে চায় বাংলাদেশ দল।