স্বস্তির এক পশলা বৃষ্টি

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ এপ্রিল, ২০২৫ at ৮:২০ পূর্বাহ্ণ

বার্তা ছিল নববর্ষে বৃষ্টি হতে পারে। পহেলা বৈশাখের পরের দিন ভোরে বার্তা বাস্তব হলো। ঝুপ ঝুপ ঝুপ বৃষ্টি হলো। এক পশলা বৃষ্টি; বৃষ্টির শব্দে ঘুম ভাঙল অনেকের। রুদ্র বৈশাখে গতকাল মঙ্গলবার ভোরে নামে স্বস্তির বৃষ্টি। টানা গরমের মাঝে অঝোর ধারা জনমনে স্বস্তি নিয়ে আসে। একই সাথে প্রচুর বজ্রপাতও হয়েছে। তবে বজ্রপাতে চট্টগ্রামে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভোরে বর্ষণ হলেও তা দিনের গরমে বেশি প্রভাব ফেলতে পারেনি। পতেঙ্গা আবহাওয়া বিভাগ জানিয়েছে, গতকাল বিকাল ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নগরীতে ৯ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল চট্টগ্রামে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩.৫ ডিগ্রি সেন্টিগ্রেড; যা স্বাভাবিকের চেয়ে ১.৭ সেন্টিগ্রেড বেশি বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে। অবশ্য আবহাওয়া বিভাগ আগামী কয়েকদিনের মধ্যে আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় শ্মশানের পাশে পাওয়া মৃত নারীর পরিচয় শনাক্ত
পরবর্তী নিবন্ধআনোয়ারায় শাশুড়ি হত্যা মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার