স্বস্তিকা মানেই আলোচনা-সমালোচনা! সামাজিক মাধ্যমে সবসময় তার কোন না কোন বিষয় নিয়ে চর্চা হতেই থাকে। সমপ্রতি কলকাতার এই অভিনেত্রী জানালেন, তিনি অশিক্ষিত। শুধু তাই নয়- বাংলা, হিন্দি বা ইংরেজি কোন ভাষাতেই দক্ষ নন! তবে বিষয়টি যে ক্ষোভ থেকে বলেছেন-তা আর বুঝতে কারোরই বাকি নেই। তবে কী নিয়ে এমন মন্তব্য স্বস্তিকার? জানা যায়, মূলত আরজে, অভিনেতা ও উপস্থাপক মীর আফসার আলীর একটির পোস্টে এমন মন্তব্য করেছেন স্বস্তিকা। খবর বাংলানিউজের।
শনিবার মীর সামাজিক মাধ্যমে ‘টুম্পা’খ্যাত অভিনেতা সায়ন ঘোষের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবির কমেন্টের ঘরে স্বস্তিকা মুখোপাধ্যায় জানান, সায়ন ঘোষের বড় ফ্যান তিনি, ‘টুম্পা’ গানটি জীবনের মন্ত্র। মন্ত্রের বানান ও উচ্চারণে প্রকাশ পেয়েছিল সংস্কৃত ছোঁয়া। কিন্তু এক ব্যক্তি তাকে ফিরতি কমেন্টে প্রশ্ন করেন, ‘মন্ত্র’র বদলে তিনি ‘মান্ত্রা’ কেন লিখেছেন। তবে কি স্বস্তিকা ‘অবাঙালি’ হওয়ার চেষ্টা করছেন?
উত্তরে এই অভিনেত্রী লেখেন, ‘আমি তো নিজেই বলছি, আমি অশিক্ষিত। কী বিপদ! তাতেও আপনার শান্তি হচ্ছে না। এ রকম করলে খেলবো না। ’। কথোপকথনের এক পর্যায় তিনি লেখেন, ‘আমি ক্লাস ১০-ও পাশ করিনি। বাংলা, হিন্দি, ইংরেজি-কোন ভাষাই ঠিক করে জানি না। একটু মানিয়ে নিন। আর কী করব। ’