চট্টগ্রাম–১০ (ডবলমুরিং–পাহাড়তলী) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু এমপি। পেশায় ব্যবসায়ী এই নেতা স্বশিক্ষিত বলে হলফনামায় উল্লেখ করেছেন। মহিউদ্দীন বাচ্চু তিনটি কোম্পানির শেয়ার হোল্ডার এবং এই শেয়ারের মূল্য ১ কোটি টাকা। উক্ত তিনটি কোম্পানির মধ্যে দুইটির শেয়ারহোল্ডার হিসেবে স্ত্রীর ৮ লাখ টাকার শেয়ার রয়েছে। তার বা স্ত্রীর নামে কোনো কৃষি জমি নেই। নিজের নামে অকৃষি জমি রয়েছে ৩ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৫০০ টাকার। স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে ২৫ লাখ ২০ হাজার টাকা দামের।
মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চুর শুধুমাত্র ব্যবসা খাত থেকে বছরে ১৭ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা আয় করেছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। তার নিজ নামে নগদ ১১ লাখ ৩ হাজার ৪৮৪ টাকা এবং স্ত্রীর নামে ৭ লাখ ৩ হাজার ৫০০ টাকা জমা রয়েছে বলে উল্লেখ করেছেন। তিনি দুইটি গাড়ির মূল্য দেখিয়েছেন ৯০ লাখ টাকা, স্ত্রীর কাছে ৩৫ তোলা স্বর্ণ থাকার কথা উল্লেখ করেছেন। মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চুর ৩০ হাজার টাকার ইলেক্ট্রনিঙ সামগ্রী রয়েছে। আসবাবপত্র রয়েছে ৬০ হাজার টাকার। মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চুর ২ কোটি ৮৫ লাখ ৫৭ হাজার ১৯১ টাকার ব্যাংক ঋণ রয়েছে।