স্বল্প আয়ের মানুষের জন্য নির্মাণ হচ্ছে তিনটি আবাসিক ভবন

বসতি দিবসের অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান

| মঙ্গলবার , ৪ অক্টোবর, ২০২২ at ৫:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ বলেছেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অভীষ্ট-১১ এর সফল অর্জনের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে চউক সাত হাজারের অধিক প্লট বিভিন্ন পেশা/শ্রেণীর মানুষের মধ্যে বরাদ্দ করেছে এবং বরাদ্দকৃত আবাসিক এলাকাসমূহে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ইত্যাদির সুপরিকল্পিত ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বল্প আয়ের জনসাধারণের জন্য এবং গার্মেন্টস শ্রমিকদের জন্য ২৫, ২২ এবং ২০ তলা (প্রায় ১৯৬টি ফ্ল্যাট) আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে সিডিএ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নয়নের নিমিত্তে বিভিন্ন মার্কেট ও শিল্প এলাকার উন্নয়ন সাধন করা হয়েছে। এর মধ্যে পাঠানটুলী মার্কেট, কর্ণফুলী মার্কেট, ষোলশহর মার্কেট, কালুরঘাট শিল্প এলাকা, ফৌজদারহাট শিল্প এলাকা উল্লেখযোগ্য। এছাড়া প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে ইতোমধ্যে বিভিন্ন পার্ক যেমন বাটারফ্লাই পার্ক, নান্দনিক ডিসি হিল পার্ক, সিআরবি ল্যান্ডস্কেপসহ ভবিষ্যতে আরও ওপেন অ্যান্ড রিক্রিয়েশনাল এলাকা সৃষ্টির জন্য চলমান মহাপরিকল্পনায় কার্যক্রম অব্যাহত আছে।
বিশ্ব বসতি দিবসের এবারের প্রতিপাদ্য বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি’। সিডিএ চত্বরে বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করে গতকাল সোমবার সকালে কর্মসূচি উদ্বোধন করেন সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবিএম আবু নোমান। সিডিএ সচিব মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ এ এম হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলম খান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ ও রিহ্যাব চট্টগ্রাম কেন্দ্রের কো-চেয়ারম্যান প্রকৌশলী দিদারুল আলম চৌধুরী। সঞ্চালনা করেন সিডিএর সিস্টেম এনালিস্ট মোস্তাফা জামাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিয়ে ২০১৮ সালে, সন্তান ২০২০-এ, জানালেন বুবলী
পরবর্তী নিবন্ধইন্দোনেশিয়ার স্টেডিয়ামে নিহতদের মধ্যে ৩২ শিশু