জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী চাঁদনী। তার অভিনীত একক চরিত্রের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অসমাপ্ত চা’। এবার ঢাকা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা মৌসুমী আচার্য। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। জানা গেছে, একজন নারীর কন্যা থেকে স্ত্রী ও জননী হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে চলচ্চিত্রটিতে। সময়ের পরিবর্তনে ও বাস্তবতার নিরিখে কীভাবে একটি মেয়ের ছোট ছোট স্বপ্ন, সাধ ও ইচ্ছাগুলো হারিয়ে যায়, নারীর কাঁধে যখন একে একে দায়িত্ব ও কর্তব্যের ভার এসে পড়তে থাকে, তখন তার নিচে কীভাবে চাপা পড়ে যায় ওই ছোট ছোট স্বপ্ন, সেগুলোই তুলে ধরা হয়েছে, যা বর্তমান সমাজেরই চিত্র।