স্বর্ণ চোরাচালান মামলা চীনা নাগরিকের ৭ বছর কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ সেপ্টেম্বর, ২০২২ at ১১:৪৬ পূর্বাহ্ণ

হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৪টি স্বর্ণের বার উদ্ধার মামলায় প্যান রংগুই নামে এক চীনা নাগরিককে ৭ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের মহানগর দায়রা জজ জেবুন্নেছা এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী বিষয়টি আজাদীকে নিশ্চিত করে বলেন, আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় চীনা নাগরিক প্যান রংগুইকে ৭ বছরের সাজা দেয়া হয়েছে। পুরো বিচার প্রক্রিয়ায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন বিচারক।
আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ৮ মে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রী ছিলেন চীনা নাগরিক প্যান রংগুই। ফ্লাইটটি অবতরণের পর তার ব্যাগ থেকে ২৪টি সোনার বার উদ্ধার করা হয়। চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে তিনি বারগুলো নিয়ে আসেন। এ ঘটনায় বিমানবন্দর কাস্টম হাউসের তৎকালীন সহকারী রাজস্ব কর্মকর্তা শাহারিয়ার হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে পতেঙ্গা থানায় মামলাটি করেন।
২০১৯ সালের সেপ্টেম্বরে প্যান রংগুইয়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা সৈয়দ তাহের শাহকে গাউসিয়া কমিটি ইউএই শাখার সংবর্ধনা
পরবর্তী নিবন্ধশিশুবান্ধব ও নিরাপদ শহর নিশ্চিত করতে হবে