নগরীর পতেঙ্গা থানার একটি স্বর্ণ চোরাচালান মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মোহাম্মদ হোসাইন (পলাতক) নামের ওই ব্যক্তি আনোয়ারা উপজেলার গহিরা এলাকার আহমদুর রহমানের ছেলে। গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এই রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এই রায় ঘোষণা করেছেন।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৩০ অক্টোবর নগরীর শাহ আমানত বিমান বন্দরে একটি ফ্লাইটে করে দুবাই থেকে আসা মোহাম্মদ হোসাইনের কাছ থেকে ৮২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় কাস্টমসের পক্ষ থেকে পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে বলা হয়, বিমান বন্দর ছাড়ার আগে শুল্ক আরোপযোগ্য কোনো পণ্য নেই বলে মোহাম্মদ হোসাইন ঘোষণা করেন। কিন্তু তল্লাশি করলে ৮২ টি স্বর্ণের বার তার কাছে পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধার করা হয়। আদালত সূত্র আরো জানায়, ২০১৫ সালের ২০ মার্চ মোহাম্মদ হোসাইনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়। এরই ধারাবাহিকতায় একই বছরের ২৯ সেপ্টেম্বর তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।