শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আনা ৮৭টি স্বর্ণের পাত উদ্ধারের মামলায় হাফেজ মোহাম্মদ খায়রুল বাশার নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। তিনি ফটিকছড়ির শাহানগর এলকাার জাগির আহমেদ সওদাগরের ছেলে।
গতকাল চট্টগ্রামের মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছা এ রায় ঘোষণা করেন। এ সময় কাঠগড়ায় হাজির ছিলেন খায়রুল বাশার। পরে তাকে কারাগারে পাঠানো হয়। মহানগর পিপি আবদুর রশীদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বর্ণ চোরাচালান আইনের উক্ত মামলায় ৮ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর শারজাহ থেকে আনা উক্ত ৮৭ টি স্বর্ণের পাতসহ খায়রুল বাশারকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য কোটি টাকার উপরে। এ ঘটনায় কাস্টম’র সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব কুমার বিশ্বাস বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। ২০১৯ সালের ১১ মার্চ খায়রুলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে তদন্ত কর্মকর্তা। পরবর্তীতে একই বছরের ২৯ আগস্ট আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করে বিচারক।












