নিজেদের ১৯তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে একটি বিশেষ আইসক্রিম প্যাকেজ এনেছে রাজধানীর বনানীর পাঁচ তারকা হোটেল সারিনা। তবে সেটি কোনো সাধারণ আইসক্রিম নয়, একেবারে ২৪ ক্যারেটের খাবারযোগ্য স্বর্ণে মোড়ানো আইসক্রিম।
গত রোববার হোটেল সারিনার ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। এতে বলা হয়, ঢাকার সবচেয়ে দামি আইসক্রিম পাওয়া যাচ্ছে ৯৯,৯৯৯ টাকায়। পোস্টের সঙ্গে কাচের ছোট বাটিতে সোনায় মোড়ানো আইসক্রিমের ছবিও দেওয়া হয়। এই আইসক্রিম কেনার প্যাকেজে হোটেলটিতে থাকার সুযোগও রয়েছে। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। অনেকেই তা শেয়ার দেন। ফেসবুক পোস্ট দেওয়ার একদিনের মধ্যেই এই প্যাকেজটি ‘ওভার বুকড’ হয়ে যাওয়ার কারণে এর অর্ডার নেওয়া বন্ধ আছে বলে জানায় হোটেল কর্তৃপক্ষ।
হোটেল সারিনার মার্কেটিং বিভাগের সহকারী পরিচালক সৈয়দ মেহরান হোসেন গণমাধ্যমে বলেন, ইতিমধ্যে অসংখ্য অর্ডার হোটেল কর্তৃপক্ষের কাছে এসে গেছে। ভাবতেই পারিনি এত সাড়া পাব। আমরা অভিভূত!
বলা হয়েছে, এটি দুবাই থেকে আনা ২৪ ক্যারেট ভোজ্য (এডিবল) সোনার তৈরি আইসক্রিম। গহনা হিসেবে ব্যবহৃত সোনা ছাড়াও আরেকটি বিশেষ রকমের সোনা রয়েছে যা খাওয়াও যায়, সেটিই এই আইসক্রিমের রেসিপিতে ব্যবহার করা হয়েছে।