স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ১,৫৯,০২৭ টাকা

| শুক্রবার , ১১ এপ্রিল, ২০২৫ at ১২:৩৩ অপরাহ্ণ

ফের ইতিহাস গড়ল স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার প্রেক্ষিতে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। এর আগে দেশের বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ছিল ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা। সে হিসেবে নতুন করে দাম বাড়ানোর ফলে স্বর্ণের দাম নতুন রেকর্ড সৃষ্টি করেছে। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধ‘পিপল ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ নাম চায় ইসলামী আন্দোলন
পরবর্তী নিবন্ধকাল ফুলকিতে ছোটদের বৈশাখী মেলা শুরু