স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ১,৫৭,৮৭২ টাকা

| শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ৬:০৬ পূর্বাহ্ণ

দেশের ইতিহাসে স্বর্ণের দামে টানা চতুর্থবারের মতো রেকর্ড সৃষ্টি করেছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে চারদিনের ব্যবধান স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৭৭৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা। দেশের বাজারে স্বর্ণের এত দাম আগে আর হয়নি। আজ শনিবার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)

এতদিন দেশের বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ছিল ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকা। গত ২৫ মার্চ এই দাম নির্ধারণ করা হয়। সেই রেকর্ড ভেঙে স্বর্ণের দাম নতুন উচ্চতায় উঠল। এর আগে টানা গত ২৪, ২৮ ফেব্রুয়ারি, ০২ ও ৯ মার্চ স্বর্ণের দাম কমানো হয়। ফের শুক্রবার স্বর্ণের দাম বাড়ানো হলো। তার আগে গত ২৬, ১৯, ১৭, ০৫ মার্চ ২, , ১১, ১৮ ও ২১ ফেব্রুয়ারি এবং ১৬, ২৩ ও ৩০ জানুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয়। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান : মেয়র
পরবর্তী নিবন্ধ৩ মে ঢাকায় মহাসমাবেশ করবে হেফাজত