লোহাগাড়া সদরে প্রবাসীর বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৩টার দিকে পূর্ব লোহাগাড়া হাজির পাড়ায় এ ঘটনা ঘটে। ডাকাতরা স্বর্ণসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিলে ডাকাতরা গৃহবধূ শাহিদা আক্তারকে লাঠির আঘাতে আহত করে এবং চড়-থাপ্পর মারে। ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার আবদুল অদুদের পুত্র নজির আহমদ, মহিউদ্দিন ও তাজ উদ্দিন। স্থানীয় ইউপি সদস্য আবদুস ছবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ক্ষতিগ্রস্ত নজির আহমদ জানান, তারা তিন ভাইয়ের পরিবার একই ঘরে বসবাস করেন। এর মধ্যে তিনি দেশে ও অন্য দুই ভাই প্রবাসে থাকেন। ঘটনার সময় ডাকাতদলের একজন ঘরের ছাদের সিঁড়িঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর দরজা খুলে প্রায় ১৫ জন সশস্ত্র ডাকাত ঘরে প্রবেশ করে। ঘরের সবাইকে একটি কক্ষে জিম্মি করে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ২২ হাজার টাকা, ৩টি মোবাইলসেট ও মূল্যবান ইলেকট্রনিক্স সামগ্রী লুট করে নিয়ে যায়। তছনছ করে ঘরের আসবাবপত্র। ডাকাতদলের অনেকে মুখোশ পরিহিত ছিল। লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, ডাকাতির বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।