স্বর্ণসহ চট্টগ্রামের ৫টি পদক জয়

বিকেএসপি কাপ আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা

| বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর, ২০২২ at ৬:৩৩ পূর্বাহ্ণ

৫ম বিকেএসপি কাপ আন্তর্জাতিক আমন্ত্রণমূলক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে চট্টগ্রাম বিভাগীয় দল। ভারত, নেপাল এবং বাংলাদেশের বিকেএসপি দলসহ আট বিভাগীয় দলের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় একটি স্বর্ণ ও দুটি রৌপ্য ও দুইটি তাম্র পদক পেয়েছেন চট্টগ্রামের এ্যাথলেটরা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর উদ্যোগে গত ১২-১৫ ডিসেম্বর ঢাকার সাভারে শুরু হয়েছে এই প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগীয় দলের মো. মনিরুল মোল্লা দীর্ঘলাফে স্বর্ণ পদক, মো. আরিফুল ইসলাম ১০০ মিটার দৌড়ে রৌপ্য, ২০০ মিটারে তাম্র পদক, মেয়েদের ১০০ মিটার হার্ডলসে ফারিয়া খাতুন রৌপ্য পদক,মেয়েদের ৪ গুনিতক ১০০ রিলে দৌড়ে রিমি,ফারিয়া,ফাহিমা ও প্রজ্ঞা দলীয় ভাবে তাম্র পদক লাভ করে।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগীয় দলের ম্যানেজার ও কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় অ্যাথলেট সাংবাদিক এম. সরওয়ারুল আলম সোহেল।

তার প্রশিক্ষনে চট্টগ্রামের নয় অ্যাথলেট বিকেএসপির এই প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগীয় দলের প্রতিনিধিত্ব করছেন। এই কৃতিত্বে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর।

পূর্ববর্তী নিবন্ধআগামী বাজেট অধিবেশনের আগে ভূমি সংক্রান্ত তিনটি আইনের খসড়া সংসদে পাঠানো হবে : ভূমিমন্ত্রী
পরবর্তী নিবন্ধফের বাড়ছে ভোজ্য তেলের দাম