চন্দনাইশের সুচিয়া–পশ্চিম হারলাস্থ লোকনাথ–রাম সেবাশ্রম ও গীতা স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অজপানন্দ ব্রক্ষ্মচারীর মাতা স্বর্ণবালা দাশ (৮৫) গত ১১অক্টোবর পরলোক গমন করেছেন। তিনি স্বামী, ৩ পুত্র ও ৩ কন্যাসহ আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গত শনিবার প্রয়াতের দাহ ও শেষক্রিয়া সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।