ভাই বড় ধন রক্তবাঁধন
বলেছেন প্রিয়কবি
সত্যিই তাই হারিয়েছি ভাই
বুঝি আজ আমি সবই।
ওগো প্রিয়ভাই হারালে কোথায়
কোথা খুঁজে পাই বল
বুক ভেঙে যায় শোককান্নায়
আঁখি জোড়া ছলোছল।
ভাই ভাই করি যত কেঁদে মরি
ভাসিয়ে বুকের নদী
খুব সুখি হই আর একা নই
তুমি ফিরে আস যদি।
ওগো প্রিয়ভাই,একলা আমায়
করে গেছ বুঝি ভুলে
ফিরে আস শুধু ওই মরু ধূধূ
স্বর্গ দুয়ার খুলে।