স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আগুন, ভাঙচুর

| মঙ্গলবার , ৬ আগস্ট, ২০২৪ at ৭:৩৪ পূর্বাহ্ণ

রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় হামলা ও ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর বাংলানিউজের।

সরেজমিনে দেখা যায়, ফটক ভেঙে হাজারো আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে পড়েন। বাড়ির ভেতর থেকে ধোঁয়াও বের হতে দেখা যায়। ভেতরে ভাঙচুরও চলে।

এদিকে ধানমন্ডির ৩/তে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। সেখানে আগুন দেন আন্দোলনকারীরা। বিকেল ৪টার পর আন্দোলনকারীরা ধানমন্ডির কার্যালয়ে গিয়ে আগুন দেন।

পূর্ববর্তী নিবন্ধসব পক্ষকে শান্ত থাকার আহ্বান ইইউর
পরবর্তী নিবন্ধশামীম-সেলিম ওসমানের বাড়িতে আগুন, ছেলে ও ভাতিজার অফিস লুট