স্বরাষ্ট্রমন্ত্রীকে বাজাজ পালসার এন-২৫০ মোটরসাইকেল উপহার

| বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৩১ পূর্বাহ্ণ

উত্তরা মোটর্স লিমিটেড সর্বপ্রথম উচ্চতর সিসির একটি বাজাজ পালসার এন২৫০ মোটরসাইকেল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে উপহার হিসেবে প্রদান করেন উত্তরা মোটর্সের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান।

উত্তরা মোটর্সের চেয়ারম্যানের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী দুই/এক মাসের মধ্যে দেশের মোটরসাইকেল ক্রেতাদের জন্য উচ্চতর সিসির বাজাজ পালসার এন২৫০ মোটরসাইকেল বাজারে নিয়ে আসবে। এতে করে বাজাজ পালসার মোটরসাইকেল গ্রাহকদের বহুদিনের প্রত্যাশা পূরণ হবে।

বাংলাদেশে বাজাজই প্রথম কোম্পানি যারা ১৬৫ সিসির অধিক উচ্চতর ক্ষমতার বাজাজ পালসার এন২৫০ সিসি মোটরসাইকেল বাজারে নিয়ে এলো এবং পর্যায়ক্রমে আরও বেশি সিসির মোটরসাইকেল বাজারে নিয়ে আসবে। এটি বাংলাদেশে মোটরসাইকেল শিল্পে একটি মাইলফলক হয়ে থাকবে। উচ্চ সিসির বাজাজ পালসার এন ২৫০ মোটরসাইকেল আধুনিক ও এর নিরাপত্তা ব্যবস্থাও অনেক উন্নত, এতে দুর্ঘটনার ঝুঁকিও অনেক কম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেডিকেলে ভর্তির প্রশ্নফাঁস
পরবর্তী নিবন্ধলিবিয়ায় ঘূর্ণিঝড়ে ছয় বাংলাদেশি নিহত