স্বরলিপি সাংস্কৃতিক ফোরামের চতুর্দশ দ্বি-বার্ষিক সম্মেলন ও ২৯ বছর পূর্তি উৎসব গত ৮ সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক রোটারিয়ান খন রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার, রোটারিয়ান প্রকৌশলী মো. মতিউর রহমান, রোটারিয়ান শামিনা ইসলাম, সাংবাদিক আবসার মাহফুজ, এ আর খান, সাংবাদিক দেবদুলাল ভৌমিক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মানস শেখর ও দ্বি-বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মো. ফারুক। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী কেশব জিপসী, রোটারিয়ান জয়দেব চন্দ্র দাশ,সম্মেলন প্রস্তুতি পরিষদের সচিব হোসাইন রিনটু ও প্রতিযোগিতা প্রস্তুতি পরিষদের সচিব শামীম আহমেদ।
দ্বিতীয় পর্বে একক সঙ্গীত পরিবেশন করে রিমি সিনহা ও মনস্বিতা চৌধুরী। এরপর স্বরলিপির শিশু ইউনিটের পরিবেশনায় সমবেত সঙ্গীত ও জাতির জনক বঙ্গবন্ধুকে নিবেদিত গীতি আলেখ্য ‘তুমি অমর চিরকাল’ পরিবেশন করেন স্বরলিপি’র শিল্পীবৃন্দ। এটির গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন কেশব জিপসী, অনুষ্ঠান পরিকল্পনায় মানস শেখর, সঙ্গীত পরিচালনায় বনানী শেখর রুদ্র, নৃত্য পরিচালনায় হিল্লোল দাশ সুমন এবং উপস্থাপনা ও ধারা বর্ণনায় সমুদ্র টিটো ও ত্রিয়মা রায়। মনস শেখর,সীমা দাশ,বনানী শেখর রুদ্র, মো. ফারুক, ডা. ঊর্মি রায়, আশীষ সরকার, অদিতি সেন, রিটন সূত্রধর, রতন মজুমদার, দোলন দে, সুধামা দাশ সুজন, সুমিত্রা শীল স্বপ্না, পিংকী শীল,অনিন্দিতা শেখর,নাফিজা শামীম প্রাপ্তী,মাহিকা শেখর মম,অনন্যা দাশ নিশা, পিউ ঘোষ ও পিনারু দাশ। নৃত্যে ছিলেন হিল্লোল দাশ সুমন, চয়ন দেবনাথ,সুরভি দাশ তিথি, অবন্তিকা শেখর পিউ, ঋতু সিকদার, প্রত্যাশা দাশগুপ্তা, কুশন শুভ ও নুসরাত। মঞ্চ ও আলোক পরিকল্পনায় ছিলেন নাট্যজন তাপস শেখর, আলোকচিত্রে হোসাইন রিনটু ও সত্যজিৎ চক্রবর্তী, মিলনায়তন ব্যবস্থাপনায় ঝনটু শীল ও তনয় রাজ মজুমদার। কীবোর্ডে অধীর শীল,তবলার টিটু ঘোষ ও প্যাডে পিপলু। প্রেস বিজ্ঞপ্তি।