চোখের মধ্যে স্বপ্ন আসে
আকাশেতে মেঘ ভাসে,
ধরতে চাইলে উড়ে চলে,
নীল সাদারা খেলা করে।
স্নিগ্ধ মেঘে আকাশ ঢাকে
দেখি শুধু নয়ন বাঁকে,
একটা কবিতা লিখবো বলে
কতো কথা আসে মনে।
আঁধার আলো কান পেতেছে
ঐ আকাশে মেঘ জমেছে,
ভাবছি আমি অবাক হয়ে
নামবে বৃষ্টি এই শহরে।
ঝর্ণা বেয়ে জল নামে
মনের মধ্যে প্রেম জমে,
আঁধার ঘনিয়ে আসলে পরে
একটু পরেই সন্ধ্যা হবে।
তারার সাথে জোনাকি উড়ে
ভাসতে ভাসতে কোথায় চলে?
ওরা সুরে সুরে গান করে
কান পেতে শুনি মুগ্ধ হয়ে।
জোছনার আলো পড়ে নুয়ে
ফুলের সাথে মজা লুটে,
নীল পরীরা ঘুরে ফিরে
ভোর হতে হাওয়ায় উড়ে।
তিড়িং বিড়িং ফড়িং নাচে
প্রজাপতি ফুলে বসে,
দুই নয়নে আলো ভাসে
হঠাৎ করে স্বপ্ন ভাঙে।












