স্বপ্ন

তিথি বড়ুয়া (৩১,৯৯২) | বুধবার , ২৬ এপ্রিল, ২০২৩ at ১০:৪০ পূর্বাহ্ণ

যাদের আছে বড় মন

তাদের কোনো মান নেই,

দামী দামী মানুষের

আজ কোনো দাম নেই।

সেকালের মানুষদের

ছিল দাম, ছিল মান,

আজকের দিনগুলোয়

আছে স্বপ্ন ভঙ্গের গান।

চারিদিকে আছে শুধু

না পাওয়ার হাহাকার,

নামীদামী মানুষেরা

জানে না কে যে কার।

এভাবেই চলছে দিন

কেউ হারায়, কেউ পায়,

তারপরও সবাই যে

স্বপ্নকে খুঁজে যায়।

পূর্ববর্তী নিবন্ধছুটির শেষে
পরবর্তী নিবন্ধমেঘ দিদি