আষাঢ়ের গর্জন, আকাশের চাপা কান্না,
কয়েকদিন ধরে বৃষ্টি নিরন্তর।
মেহনতী মানুষের দীর্ঘশ্বাস,
করতোয়া নদীর উন্মাদনা
সদ্য নব বধূর মেহেদী স্রোতে বিলীন।
ফুলশয্যার স্বপ্ন উদাসী মনে স্তব্ধ,
ঔদাসীন্যে কাটায় রাত।
চাপা কষ্টে চোখে জল
রাতের তারাদের ছন্দপতন।
বিস্বাদ মনে আতঙ্কে ঝাপসা চোখে,
পথ ভ্রষ্ট বেদনায় বিভুর।
হাহাকার বুকে শুধু বেদনার বালুচর,
অসহায়রা আকাশের পথ চেপে
খোঁজে সুখের নিশানা।