স্বপ্ন দেখা

আলী মির্জা | বৃহস্পতিবার , ১৫ জুন, ২০২৩ at ৪:৫৪ পূর্বাহ্ণ

চাঁদের দেশে পাড়ি দিতে

ইচ্ছে আমার হয়,

স্বপ্ন দেখা অনেক ভালো

দোষের কিছু নয়।

সাগর পাড়ি দিয়ে ওপার

হয়তো অধিক সুখ,

কেমনে যাবো সেই কিনারে

কাঁপে থরথর বুক।

সাত আসমানে কী যে আছে

জানে না কেউ তাই,

আমি এসব বুঝতে পারি

মানুষ সেথায় নাই।

বাতাস কেন দেখা যায় না

কেমন তাঁরই রূপ,

আমি এতো ভাবতে থাকি

সবাই কেনো চুপ?

পূর্ববর্তী নিবন্ধএকটা প্রেমের কবিতা
পরবর্তী নিবন্ধকথা ছিল