আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেছেন, স্বপ্ন দেখতে জানতে হবে, স্বপ্ন দেখাতে জানতে হবে। স্বপ্ন দেখতে জানলে সাফল্য আসবেই। স্বপ্ন দেখতে না জানলে দেশ উন্নত হবে না। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উজ্জ্বলতম দৃষ্টান্ত উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী স্বপ্ন দেখতে জানেন বলেই দেশের এভাবে অগ্রগতি সাধিত হয়েছে।
গতকাল শনিবার আইআইইউসির কুমিরাস্থ নিজস্ব ক্যাম্পাস মিলনায়তনে আইআইইউসির সর্বস্তরের এক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বক্তব্য রাখেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাছরুরুল মাওলা, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, রিজিয়া সুলতানা চৌধুরী, ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেজিস্ট্রার মুহাম্মদ শফিউর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।