কমবেশি সবাইকেই ছোটবেলায় এ প্রশ্নের মুখোমুকি হতে হয় যে, ‘বড় হয়ে কি হতে চাও?’ এসব প্রশ্নগুলোই মূলত মানুষ হিসেবে স্বপ্নবাজ হওয়ার ভিত তৈরি করে দেয়। স্বপ্নের উত্তর খুঁজতে গিয়ে কেউ নিজেকে ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, আইনজীবী; নানা পেশাতেই দেখতে চায়। কেউ আবার নাবিক হয়ে জয় করে নিতে চায় পৃথিবীর উত্তাল সব সমুদ্র। কেউ ট্রেনের চালক, বিমানের পাইলট, বা বিশাল যানবাহন ভেবে ট্রাকের চালক হওয়াটাকেও জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ মনে করে। অগোছালো পাগলামিতে ভরা শৈশব-কৈশোরের সেইসব স্বপ্ন কতটুকু সফল হতে পারে তা বলা মুশকিল। তবে অভিনেতা হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে নিকুল কুমার মণ্ডলের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাবা-মা, আত্মীয়স্বজনরা চাইতেন আমি যেন ডাক্তার হই। তাই বিজ্ঞান বিভাগে ভর্তিও করিয়েছিলেন। কিন্তু আমার তাতে মন ছিলো না কোনোদিনই। রসায়ন, পদার্থ কিংবা গণিতের যোগ বিয়োগের চেয়ে আমার বেশি আগ্রহ ছিলো ইলিয়াস কাঞ্চনের অভিনয়ের প্রতি । তিনি কীভাবে কষ্ট করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সংসারের দায়িত্ব পালন করছেন, প্রেম করছেন এসব ভিষণ রকমের মুগ্ধ করতো আমাকে। তাকে দেখে দেখেই স্বপ্ন দেখতে শুরু করলাম।