তুমি রোজ রাতেই স্বপ্নে আসো,
ভালোবাসার খেয়ায় ভাসো।
প্রেমের তরী হেলে দুলে–
এগিয়ে চলে উজান ঠেলে।
হাতের ভাঁজে দু‘হাত ঢেকে,
চোখের তারায় দু‘চোখ রেখে,
শব্দ ছাড়া হাজার কথা–
ভালোবাসার দেয় বারতা।
না বলা যতো মনের কথা
শুনতে গেলাম যেই–
স্বপন ভেঙে জেগে দেখি
কোথাও তুমি নেই।
হাসি কান্না দুঃখ ব্যথায়–
সুখ দুঃখের গল্প কথায়,
পল চলে যায় ছলছলিয়ে।
রাত্রি আসে ফিকে হয়ে।
মিষ্টি মধুর দুষ্টুমিতে
স্বপ্ন আঁকি দুই আঁখিতে।
তোমায় নিয়ে সুখের রাগে,
হৃদয় রাঙে হেনার রঙে।
ঘুমের মাঝে, অনুরাগে
তোমায় ধরতে গেলাম যেই–
স্বপন ভেঙে জেগে দেখি
কোথাও তুমি নেই।