স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে এগুতে চাই

প্রফেসর ড. শিরীণ আখতার ।। উপাচার্য, চবি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১ জানুয়ারি, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

কালের ধারাবাহিকতায় আবারও একটি বছরের পরিসমাপ্তি এবং নতুন বছরের আগমন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। গত হওয়া ২০২০ সাল আমাদের অনেক দুঃখে-কষ্টে গেছে। এই সময়ে প্রিয়জন থেকে শুরু করে অনেক গুণীজনকে আমরা হারিয়েছি। সকলের আত্মার মাগফেরাত কামনা করছি। আমরা আশাবাদী মানুষ। একাত্তরের যুদ্ধ জয়ী জাতি। একই ভাবে করোনাকে পরাস্ত করে নতুন বছরে আমরা ঘুরে দাঁড়াবো, সেটাই আমাদের প্রত্যাশা।
করোনার অভিঘাতের কবল থেকে বাদ যায়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও। হাজার-হাজার শিক্ষার্থী এখন সেশন জটের শঙ্কায়। বিষয়টি মাথায় রেখে বিশ্ববিদ্যালয় ঘিরে নতুন বছরে অনেক স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে আমরা এগুতে চাই। শিক্ষার্থীদের যাতে সেশন জটের কবলে পড়তে না হয়, বিশেষ করে সে দিকটি নিয়ে আমরা ভাবছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও ভৌত অবকাঠামোগত উন্নয়ন নিয়েও আমাদের পরিকল্পনা রয়েছে। সকলেই জানেন, চবির করোনা ল্যাবে এরইমধ্যে ভাইরাসের ৩৩টি জিনোম সিকুয়েন্স উন্মোচন করা হয়েছে। নতুন বছরে এ ধরণের গবেষণা কাজে আমরা আরো বেশি উদ্বুব্ধ করতে চাই।
পরিশেষে, নতুন বছর- সকলের কাছে নতুন দিন নিয়ে আসবে; এমনটাই প্রত্যাশা।

পূর্ববর্তী নিবন্ধসব বিভীষিকা উড়ে যাক
পরবর্তী নিবন্ধঅর্থনীতির অর্জন ধরে রাখতে পারাটা বড় চ্যালেঞ্জ